সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

অতিরিক্ত উপ-কমিশনারসহ পুলিশের আরও ৬ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক

অতিরিক্ত উপ-কমিশনারসহ পুলিশের আরও ৬ কর্মকর্তা বদলি

বেশকিছুদিন ধরে পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তাকে বদলি করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও (১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি)পদ মর্যাদার এক কর্মকর্তাসহ মোট ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) ও মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলির নির্দেশ দেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের ওই আদেশে বলা হয়, ঢাকায় কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিত স্থানে বদলী/নিয়োগ করা হলো।

সেখানে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাকিবুল ইসলাম খানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন ডিভিশন) হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশের আরও ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

বদলি হওয়া অন্যান্য পুলিশ পরিদর্শকদের তালিকা দেখতে ক্লিক করুন।

টিএইচ