শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

আগামী অক্টোবরে ঢাকায় চলবে ১০০ বৈদ্যুতিক বাস

নিজস্ব প্রতিবেদক

আগামী অক্টোবরে ঢাকায় চলবে ১০০ বৈদ্যুতিক বাস

ঢাকায় গণপরিবহনে যুক্ত হবে ১০০টি নতুন বৈদ্যুতিক বাস।  আগামী অক্টোবর মাস থেকে বাসগুলো চলবে রাজধানীতে।

মঙ্গলবার (৯ মে) ফুলবাড়িয়া নগরভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এ কথা জানান।  এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, আমাদের নগর পরিবহন বীরদর্পে এগিয়ে চলছে। এ বছরের মধ্যেই ১০০টি বৈদ্যুতিক বাস নামবে, যা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন পরিচালনা করবে।

তিনি আরও বলেন, এর মাধ্যমে আমরা ঢাকা শহরকে পরিবেশবান্ধব নগরে পরিণত করতে পারব। আমরা বায়ুদূষণের যে তকমা ছিল তা থেকে বের হতে পারব।

টিএইচ