বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি : ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক

আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি : ইসি আলমগীর

আচরণবিধি লঙ্ঘনে কোনো প্রার্থীর বিরুদ্ধে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। সব জায়গায় কঠিন বার্তা দেওয়া হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করেন, দেখেন না। প্রার্থীদের কথা তো শুনতে হবে। ছোট অপরাধে বড় শাস্তি দেওয়া যায় না।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সকালে আগারগাঁও কমিশন ভবনে তিনি এসব কথা বলেন।

আলমগীর বলেন, নির্বাচনী ডামাডোল সবখানেই চলছে। সব দল নির্বাচনে আসলে আরও ব্যালেন্সড ভোট হতো। এটাকে একতরফা বলা যাবে না। কেননা অনেকগুলো দল অংশ নিয়েছে। বিএনপি আসলে ভালো হতো ব্যালেন্সড হতো। বিএনপি না আসায় ভোট করা কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে। নির্বাচন একপেশে হচ্ছে না।

টিএইচ