বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
The Daily Post

আন্দোলনে আহতদের বিদেশি চিকিৎসকদের কর অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনে আহতদের বিদেশি চিকিৎসকদের কর অব্যাহতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা করতে বিদেশি চিকিৎসকদের ফি, হোটেল ভাড়া, আপ্যায়ন ব্যয়কে ভ্যাট অব্যাহতি দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, ‘জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য বিদেশী চিকিৎসকগণের অনুকূলে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় ফি, বাংলাদেশে অবস্থানকালীন হোটেলে থাকা, খাবার ব্যয় ও বিমান ভাড়া বাবদ অর্থ পরিশোধের ক্ষেত্রে ইহাদের উপর আরোপনীয় কর এতদ্দ্বারা অব্যাহতি প্রদান করিল।’

এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়।

টিএইচ