সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আমরা যে কাজগুলো করেছি তার সুফল পাচ্ছে মানুষ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আমরা যে কাজগুলো করেছি তার সুফল পাচ্ছে মানুষ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকে অনেক কথা বলতে পারেন যে কাজগুলো আমরা করেছি তার সুফল পাচ্ছে মানুষ। আমাদের উন্নয়ন হচ্ছে তৃণমূল পর্যায়ের মানুষের জন্য।

সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একসঙ্গে ২৫ জেলায় ১০০ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

উদ্বোধন করা ১০০ সেতুর মধ্যে সবচেয়ে বেশি সেতু চট্টগ্রাম বিভাগে ৪৫টি। আর সবচেয়ে কম কুমিল্লায় একটি। এ ছাড়া সিলেটে ১৭, বরিশালে ১৪, ময়মনসিংহে ৬, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে ৫টি করে এবং ঢাকা বিভাগে ২টি সেতু রয়েছে।

সব মিলিয়ে এ সব সেতুগুলোর মোট দৈর্ঘ্য পাঁচ হাজার ৪৯৪.১৩ মিটার। সরকারের অর্থায়নে নির্মিত এসব সেতুতে ব্যয় করা হয়েছে ৮৭৯ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটির গণভবন প্রান্তে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

সেতুগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। অনুষ্ঠানের সেতুগুলো ওপরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

টিএইচ