রোববার (২ অক্টোবর) ভোর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও তিন-চারদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর শ্রীমঙ্গলে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৫০ মিলিমিটার।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, রোববার (২ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। পূর্বাভাসে ১৫টি অঞ্চলের নদীবন্দরকে সতর্ক সংকেত দেয়া হয়েছে।
এদিন পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এবি