শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

আলোচনা ফলপ্রসূ হয়েছে: বঙ্গভবন থেকে বেরিয়ে নাহিদ

নিজস্ব প্রতিবেদক

আলোচনা ফলপ্রসূ হয়েছে: বঙ্গভবন থেকে বেরিয়ে নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, আমাদের আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে। 

মঙ্গলবার রাত সোয়া ১২ টার দিকে তিনি একথা জানান।

তিনি বলেন, আমাদের পক্ষ থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আমাদের প্রস্তাবে সম্মতি দিয়েছেন, দ্রুত সময়ে তা গঠন করা হবে।

নাহিদ বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দিয়েছি, তা এখন প্রকাশ করবো না। দ্রুতই সব পক্ষের সঙ্গে আলোচনা করে তা চূড়ান্ত করে প্রকাশ করা হবে।

এছাড়াও সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকায় নাগরিক সমাজসহ ছাত্রপ্রতিনিধির নাম দেওয়া হয়েছে।

টিএইচ