সাভারের আশুলিয়ায় চাঁদা না দেয়ায় চা দোকানিকে মারধরের পর পায়ে গুলি করার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে তাদের ব্যবহূত একটি মোটরসাইকেল। তবে এখনো উদ্ধার হয়নি ব্যবহূত অবৈধ আগ্নেয়াস্ত্র। শনিবার (১১ জানুয়ারি) এতথ্য জানিয়েছেন আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী।
এর আগে, গত শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার আশুলিয়ার গোরাট এলাকার ডেবুনিয়ার গার্মেন্টসের ২নং গেটের সামনে চা দোকানিকে গুলি করার ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন- মাসুদ পারভেজ রানা ওরফে কালা পারভেজ, ইয়ার হোসেন ও খোকন তালুকদার।
এ ঘটনায় গুলিবিদ্ধ সৈনিক রহমান শাহীনের মা নাজমা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় ব্যবহূত আগ্নেয়াস্ত্র ও জড়িত বাকীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।
টিএইচ