বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ইকোনমিক ফোরামে যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ইকোনমিক ফোরামে যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ২২ থেকে ২৫ মে অনুষ্ঠিত কাতার ইকোনমিক ফোরামে যোগ দিতে দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৬ মে) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার।

তিনি বলেন, কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির আমন্ত্রণে প্রধানমন্ত্রী ওই সফরে যাচ্ছেন। ব্লুমবার্গের সঙ্গে যৌথভাবে কাতার ওই অনুষ্ঠানের আয়োজন করছে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব বলেন, এবারের সফরে কাতারের আমিরের সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে। এর আগে গত মার্চে এলডিসি ৫ সম্মেলনে যোগ দিতে কাতার গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

টিএইচ