বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ইসরায়েলি বর্বরতা বন্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান ড. ইউনূসের

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলি বর্বরতা বন্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান ড. ইউনূসের

ফিলিস্তিন সংকটের দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে বাংলাদেশের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার অবসানে সিদ্ধান্তমূলক ও সম্মিলিত পদক্ষেপ নিতে হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনে এ প্রস্তাব দেন তিনি।

ডি-৮ শীর্ষ সম্মেলনের বিশেষ অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্যে উঠে আসে ফিলিস্তিন সংকট প্রসঙ্গ। তিনি বলেন, চলমান সংকট শুধু মুসলমানদের নয়, বরং একটি সর্বজনীন সমস্যা।

প্রধান উপদেষ্টা বলেন, এমন এক সময়ে সম্মেলন হচ্ছে, যখন অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিমতীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন ও নৃশংস গণহত্যা অব্যাহত রয়েছে। এতে দ্বি-রাষ্ট্রিক সমাধানের ওপর জোর দেন তিনি।

বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশিরা গভীরভাবে উদ্বিগ্ন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘ফিলিস্তিনিরা হেলাফেলার যোগ্য নয়। প্রতিটি ফিলিস্তিনির জীবন গুরুত্বপূর্ণ।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা এমন এক সময়ে এখানে সমবেত হয়েছি যখন অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ১৪ মাস ধরে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা চলছে। আমরা সব পক্ষ ও অংশীজনকে চলমান এই বর্বরতা বন্ধে সিদ্ধান্ত ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এ সংকটের দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে, ইসরায়েল ও ফিলিস্তিনে শান্তি ও সম্প্রীতিতে বসবাসের জন্য একটি ন্যায্য ও স্থায়ী সমাধানের পক্ষে অটল আছি।’

ফিলিস্তিন-ইসরায়েল সংকটে পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ ও দীর্ঘমেয়াদী পরিণতি ডেকে আনতে পারে বলেও সতর্কতা করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

টিএইচ