সিয়াম সাধনার মাস রমজান প্রায়ই শেষের দিকে। খুশির বার্তা নিয়ে আসছে পবিত্র ঈদুল-ফিতর। এরইমধ্যে ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে আজ থেকে সারাদেশে নির্ধারিত সময়ে চলাচল শুরু করছে ৮ জোড়া বিশেষ ট্রেন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
তিনি বলেন, শেষ মুহূর্তের সরকারি বেসরকারি ছুটি ও গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বেড়ে যাবে, সেদিকে লক্ষ্য রেখে ৫ এপ্রিল থেকে সারাদেশে ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।
৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে চাঁদপুর ঈদ স্পেশাল (১ ও ৩) চট্টগ্রাম-চাঁদপুর; চাঁদপুর ঈদ স্পেশাল (২ ও ৪) চাঁদপুর-চট্টগ্রাম; ময়মনসিংহ ঈদ স্পেশাল (৫ ও ৬) চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (৭ ও ৮) ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরে ৫ দিন চালানো হবে।
এছাড়াও কক্সবাজার ঈদ স্পেশাল (৯ ও ১০) চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদের আগে (৮ ও ৯) এপ্রিল ও ঈদের পরের দিন থেকে তিন দিন চলাচল করবে।
টিএইচ