বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

এক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে ৩ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

এক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে ৩ বাসে আগুন

রাজধানীতে এক ঘণ্টায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে গুলিস্থান, মিরপুর ও কলাবাগানে বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ৯টার দিকে গুলিস্তানে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সাড়ে ১০টার দিকে মিরপুরে ট্রাস্ট পরিবহনের একটি ও কলাবাগানে মেট্রো সার্ভিসের একটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে গুলিস্থানে, সাড়ে ১০টার দিকে মিরপুর মাজার রোডে এবং কলাবাগানে বাসে আগুন দেয় দুর্বত্তরা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টিএইচ