সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত 

নিজস্ব প্রতিবেদক

কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত 

কাতারে একটি মোটরসাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশিসহ ৬ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে কাতারের রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ৬ জনের মধ্যে ৪ জন বাংলাদেশি ও বাকি ২ জন পাকিস্তানি নাগরিক।

চট্টগ্রামে বাস-অ্যাম্বুলেন্স-সিএনজি দুর্ঘটনায় নিহত ৭চট্টগ্রামে বাস-অ্যাম্বুলেন্স-সিএনজি দুর্ঘটনায় নিহত ৭ নিহত বাংলাদেশির মধ্যে ২ জনের বাড়ি ফেনীতে। বাকি ২ জনের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত হওয়া ২ নিহত হলেন- ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দীন মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান ও দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ।

গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, ২ বাসে আগুনগাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, ২ বাসে আগুন এর আগে চলতি বছরের জানুয়ারিতে কাতারে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হন। আহত হন আরও ২ জন। 

টিএইচ