সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কারফিউ শিথিল: ঢাকায় রাস্তায় বেড়েছে যানবাহন চলাচল

নিজস্ব প্রতিবেদক

কারফিউ শিথিল: ঢাকায় রাস্তায় বেড়েছে যানবাহন চলাচল

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কয়েকদিনের সংঘাতময় পরিস্থিতির পর আজ থেকে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পরিস্থিতি।

তিন দিনের সাধারণ ছুটির পর আজ থেকে শুরু হয়েছে অফিস আদালতের কার্যক্রমও। সকাল থেকে ঢাকার সড়কে গণপরিবহনের সংখ্যা বেড়েছে।

বেলা ১১টার পর রাজধানীর সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।

বুধবার রাজধানীর কারওয়ানবাজার, পল্টন এলাকায় এমন চিত্র দেখা গেছে। যানজটের কারণে এসব এলাকার সড়ক অনেকটা স্থবির হয়ে পড়েছে। যানজটে আটকে পড়া গাড়ির মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি।

যানবাহন সংকট ও যানজটে পড়ে অনেকে সময়মতো কর্মস্থলে পৌঁছতে পারছেন না। কখন পৌঁছতে পারবেন তা নিয়ে উৎকণ্ঠার মধ্যে আছেন তারা।

সায়েদাবাদে হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তায় বহু রিকশা, অটোরিকশা, বাসকে আটকে থাকতে দেখা যায়। যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ পর্যন্ত পুরোটাই যানজটে স্থবির হয়ে আছে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়লে গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে সরকার।

টিএইচ