বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
The Daily Post

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : গাজীপুরে নিহত বেড়ে ১৪

নিজস্ব প্রতিবেদক

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : গাজীপুরে নিহত বেড়ে ১৪

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বুধবার (২০ মার্চ) অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। নিহত ব্যক্তির নাম কমলা খাতুন (৬৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ভোররাত সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। কমলা খাতুন শরীরের ৮০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

ডা. তরিকুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় সোলাইমান মোল্লা, মনসুর আলী, শিশু তায়েবা, আরিফুল ইসলাম, মহিদুল, নার্গিস খাতুন, জহিরুল ইসলাম, মোতালেব, মো. সোলায়মান, রাব্বি, তাওহীদ, ইয়াসিন ও মশিউরসহ এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

এখনও চিকিৎসাধীন ৮–১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। বাড়ির লোকজন সেটি রাস্তায় ফেলে দিলে বিস্ফোরণ ঘটে।

টিএইচ