সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা

নিজস্ব প্রতিবেদক

চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৫৬টি উপজেলায় মোট ৭৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার (৯ মে) মনোনয়নপত্র জমাদানের শেষদিনে চেয়ারম্যান পদে ২৭২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এতথ্য জানা গেছে। আগামী ১২মে মনোনয়নপত্র যাচাই-বাছাই। আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৯ মে। বৈধ্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ ২০ মে। আগামী ৫জুন ভোটগ্রহণ। প্রতিনিধিদের পাঠানো খবর—

বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন কমিশনের অনলাইনে এসব মনোনয়নপত্র জমা দেন। তবে কয়েকজন প্রার্থী শেষ দিনে স্থানীয় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রতীকী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বোয়ালমারীতে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন ৬ জন। তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, চতুল ইউপির সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, জেলা কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. হিরু মুন্সী। ভাইস চেয়ারম্যান পদে, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এমএম শফিউল্লাহ্ (সাফি), জেলা মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান পরশ সিকদার, মো. শফিকুল হক টিপন মিয়া ও মো. জোবায়ের হোসেন।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান ভাইস চেয়ারম্যান মোছা. রেখা পারভীন, সাবেক কাউন্সিলর মণিকা রাজবংশী, সাবেক ইউপি সদস্য মোছা. শাহনাজ বেগম, পারভীন রহমান, ঝর্ণা বেগম ও কাজী সালমা শাহিন প্রমুখ।  আলফাডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুর হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, কেন্দ্রীয় আ.লীগের উপকমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, বানা ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আহসানউদ্দৌলা রানা, ইতালি প্রবাসী শেখ আব্দুর রহমান জিকো ও এমডি আবুল খায়ের খান প্রমুখ।  ভাইস চেয়ারম্যান পদে, কাজী শাহিদুল ইসলাম সজল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম, খান আমিরুল ইসলাম, মো. হুমাউন মোল্যা, মমিনুর রহমান সবুজ, মোরাদ হোসেন ও মো. ইয়াছিন মোল্যা।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি মনোয়ারা সালাম, সাবেক জেলা পরিষদ সদস্য বিউটি বেগম, দিপালী রায়, আছিয়া খানম মৌসুমি, বিউটি বেগম, রিনিয়া বেগম ও শারমিন আফরোজ সুমি। 

মান্দা (নওগাঁ) : মান্দায় ১৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে ৪ জন প্রার্থী।চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- মো. এমদাদুল হক, নাজিম উদ্দিন মণ্ডল, ডা. মাহফুজুর রহমান নয়ন, তোফাজ্জল হোসেন (তোফা), সেফায়েত জামিল প্রামাণিক (সৌরভ), মনোজিৎ কুমার সরকার। চেয়ারম্যান পদে আ.লীগের ৫ জন ও বিএনপি একজন প্রার্থী রয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে, জাহাঙ্গীর আলম চৌধুরী, এরশাদ আলী, জাহিদুল ইসলাম ও উত্তম কুমার সরকার এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মোমেনা খাতুন, মাহবুবা সিদ্দিকা রুমা, আরফানা বেগম ফেন্সি ও সন্ধ্যা রানী দে মনোনয়নপত্র দাখিল করেছেন।

কামারখন্দ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৬ প্রার্থী। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী। চেয়ারম্যান পদে, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, কামারখন্দ উপজেলা আ.লীগের সভাপতি মো. সেলিম রেজা, জেলা পরিষদের সাবেক সদস্য কামরুল হাসান আমিনুল, উপজেলা আ.লীগের সহ সভাপতি, উপজেলা আ.লীগের কার্যকরী কমিটির সদস্য মো. লাবু সরকার, বিশিষ্ট শিল্পপতি মো. ইউসুফ আলী, জেলা আ.লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য মো. রেজাউর করিম। ভাইস চেয়ারম্যান পদে, কামারখন্দ সাবেক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান, উপজেলা আ.যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, উপজেলা আ.লীগ সদস্য মো. আনিছুর রহমান, রায়দৌলতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মো. শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আ. তথ্য  প্রযুক্তি লীগের সভাপতি মো. আল আমিন বিশ্বাস। মহিলা ভাইস চেয়ারম্যান পদে, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সম্পা খাতুন, কামারখন্দ মহিলা আ.লীগের সভাপতি  মোছা. তাহমিনা ওয়াজেদ মেরীনা, কামারখন্দ মহিলা আ.লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোছা. উম্মে নূর, উপজেলা মহিলা আ.লীগ সহ সভাপতি ও জামতৈল ইউনিয়ন  ৫নং ওয়ার্ড আ.লীগ মহিলা সম্পাদক মোছা. শেফালী খাতুন।

মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হয়েছেন। চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন, মির্জাপুর উপজেলা আ.লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আ.লীগের (সাবেক) সদস্য শিল্পপতি রেজাউল করিম বাবলু, টাঙ্গাইল জেলা বিএনপির (সাবেক) সদস্য ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, আ.লীগ নেতা মো. শওকত হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য লাজলু রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মহিলা আ.লীগ নেত্রী রুবি আক্তার কনা, টাঙ্গাইল জেলা মহিলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা, বাংলাদেশ মহিলা আ.লীগের সদস্য মাহবুবা শাহরীন। 

ভোলা : ভোলার চরফ্যাশন উপজেলায় তিন পদে ১০ জন এবং মনপুরা উপজেলায় একই পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চরফ্যাশন উপজলেয়ায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে, বর্তমান উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, একেএম শাহে আলম খোকন,  সাদিয়া আক্তার, নুর ইসলাম বাচ্চু, জাতীয় পার্টির চরফ্যাশন উপজেলা শাখার সহসভাপতি শহিদুল ইসলাম সোহেল, চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী ফিরোজ প্লাবন। ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সাদেক মিয়া,  আব্দুল্লাহ আল নোমান। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আকলিম ও হাসিনা বেগম। মনপুরায় উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। চেয়ারম্যান পদে, উপজেলা আ.লীগের সহসভাপতি ও হাজীর হাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বীপক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মিয়া, উপজেলা আ.লীগ যুগ্ন সম্পাদক মো. অলিউল্ল্যাহ কাজল ও উপজেলা যুবলীগ সদস্য মো. ছিদ্দিকুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রহমান রাশেদ মোল্লা ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. সালাউদ্দিন হেলাল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার রেবু, হাজীর হাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য থেকে সদ্য পদত্যাগ করা ইয়াসমিন জাহান মিনু ও আমেনা বেগম।

টিএইচ