বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চারদিনের সফরে ঢাকায় এসেছে সুইডিশ রাজকন্যা

নিজস্ব প্রতিবেদক

চারদিনের সফরে ঢাকায় এসেছে সুইডিশ রাজকন্যা

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেল এবং ইউএনডিপির সহকারী মহাসচিব উলরিকা মোদের।

সোমবার (১৮ মার্চ) সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় মন্ত্রী প্রিন্সেস ভিক্টোরিয়াকে ফুলের শুভেচ্ছা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে প্রিন্সেস ভিক্টোরিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রীর আয়োজনে ইফতার ও ডিনারে যোগ দেবেন।

২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।

বাংলাদেশ সফরে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া জলবায়ু অভিযোজন, ডিজিটালাইজেশন এবং স্থানীয় সমাধানের মতো বিষয়গুলো নিয়ে কিছু এলাকায় যাবেন। তিনি বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাবেন।

টিএইচ