বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শেষে হয়েছে গতকাল। এদিকে আজ থেকে ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে। যা চলবে ১৪ জুন পর্যন্ত।

আজ বিক্রি হচ্ছে ২০ জুনের টিকিট, ২১ জুনের আসন বিক্রি হবে ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হবে ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হবে ১৩ জুন এবং ২৪ জুনের আসন বিক্রি হবে ১৪ জুন।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে ২ জুন থেকে আগাম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। টানা পাঁচ দিন দেওয়া হয় আগাম টিকিট। কালোবাজারি ঠেকাতে এবার শতভাগ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে। একজন যাত্রী চারটি টিকিট সংগ্রহের সুযোগ পাচ্ছেন।

টিএইচ