বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ডি-৮ শীর্ষ সম্মেলনে যাচ্ছেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

ডি-৮ শীর্ষ সম্মেলনে যাচ্ছেন ড. ইউনূস

আগামী ১৯ ডিসেম্বর মিশরের কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে তিনি কায়রোর উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তার প্রেস উপ-সচিব অপূর্ব জাহাঙ্গীর।

ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে যা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি চলছে। ১৮ ডিসেম্বর ডি-৮ কমিশনের ৪৮তম বৈঠক এবং পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ২১তম অধিবেশন শেষে ১৯ ডিসেম্বর শুরু হবে বহুল প্রতীক্ষিত ১১তম শীর্ষ সম্মেলন। এতে সদস্য দেশগুলোর নেতারা একত্রিত হয়ে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির রূপরেখা তৈরি করবেন।

এ সম্মেলনে অংশগ্রহণ করবেন বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের নেতারা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি উপস্থিত থাকবেন।

ইন্দোনেশিয়া ২০২৬-২০২৭ মেয়াদে ডি-৮ সংগঠনের সভাপতির দায়িত্ব গ্রহণ করবে, যা মিশর বর্তমান মেয়াদে পালন করছে। এই শীর্ষ সম্মেলনের মাধ্যমে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক এবং সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যে একত্রিত হবে।

এছাড়া, ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করতে ডি-৮ এর ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষত গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে।

ডি-৮ (Developing-8) হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা ১৯৯৭ সালে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয়।

টিএইচ