শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

তমব্রু সীমান্তে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষ, ডিজিএফআই কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক

তমব্রু সীমান্তে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষ, ডিজিএফআই কর্মকর্তা নিহত

বান্দরবানের তুমব্রু সীমান্তে র‍্যাব ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানকালে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ডিজিএফআইয়ের (বিমানবাহিনীর কর্মকর্তা) একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র‍্যাবের একজন সদস্য।

সোমবার (১৪ নভেম্বর) দিনগত রাত ১টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।

বিজ্ঞাপ্তিতে জানানো হয়,  মাদক চোরাচালানকারীদের সাথে এই সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে  দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই এর একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন এবং র‌্যাবের একজন সদস্য  আহত হন।

জানা যায় এর আগে,  সীমান্তে চোরাচালান রোধে কক্সবাজারের র‌্যাব-১৫’র সদস্যরা সন্ধ্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের জিরো লাইনে অভিযান পরিচালনা করে।

এসময় একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত র‌্যাবকে লক্ষ্য গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

ইএফ