শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

দ্বিতীয় দিনে আজও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ 

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় দিনে আজও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ 

অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে দ্বিতীয় দিনে আজও রাস্তায় নেমে অবরোধ করেছেন রিকশা চালকরা। সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর বাড্ডা, শাহজাদপুরের মূল সড়ক অবরোধ করেছেন চালকরা। এতে দেখা দিয়েছে তীব্র যানজট।

এদিন সকাল থেকে অটোরিকশা চালকরা রামপুরায় বেটার লাইফ হাসপাতালের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

মতিঝিল ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারী কমিশনার জানান, অটোরিকশা চালকরা রাস্তায় অবস্থান নিয়েছিলেন। আধা ঘণ্টার মতো সড়কে ছিল। পরে তাদের মূল সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে শাহজাদপুরে মূল সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছেন অটোরিকশা চালকরা।

এদিকে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রোববার দিনভর মিরপুরে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। বিক্ষোভকারীরা কালশী মোড়ে ট্রাফিক পুলিশের একটি বক্স পুড়িয়ে দিয়েছেন।

টিএইচ