বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ধানমন্ডি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ধানমন্ডি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গাফফারকে (৬৭) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

এর আগে, বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম গণমাধ্যমকে বলেন, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গাফফারকে (৬৭) গ্রেপ্তার করা হয়েছে। তাকে নওগাঁ মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

টিএইচ