বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পিআরপি চেয়ারম্যানে তারিকুলের ওপর হামলা, গাড়ি ভাংচুর

নিজস্ব প্রতিবেদক

পিআরপি চেয়ারম্যানে তারিকুলের ওপর হামলা, গাড়ি ভাংচুর

বিএনপি সমর্থিত জাতীয় সমমনা জোটের অন্যতম শরীক জনতার অধিকার পার্টি (পিআরপি) চেয়ারম্যান তারিকুল ইসলামের উপর হামলা ও গাড়ী ভাংচুরের অভিযোগ উঠেছে। গতকাল রাত সাড়ে নয়টার দিকে তার নিজ জেলা ফেনীতে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল তারিকুল ইসলাম ফেনীতে অবস্থান করার সময় সরকার সরকার দলীয় নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। ফেনী কোর্ট বিল্ডিং খাজুরিয়া রাস্তার মাথা থেকে ৬০ /৭০ টি মোটরসাইকেল যোগে তাকে প্রথমে ধাওয়া দেওয়া হয়। দ্রুত গতীতে গাড়ি নিয়ে তিনি কালি পাল পর্যন্ত গেলে আশপাশ থেকে ঘিরে ধরে তারিকুলের গাড়ী ভাংচুর করা হয়। একপর্যায়ে তিনি পালিয়ে গিয়ে কালিপাল আত্মীয় বাসায় আশ্রয় নিলে সেখানেও তার উপর হামলা করা হয়। এবং আশ্রয় দেওয়ায় আত্মিয় স্বজনদের গালিগালাজ করা হয়।

এ নিয়ে তারিকুল বলেন, গত ২৮ তারিখ মহাসমাবেশে আমি জোটবদ্ধ হয়ে আন্দোলনে অংশ গ্রহণ করেছি। ওই আন্দোলনে আমি সামনের সারিতে ছিলাম। পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল খেয়ে আমি অসুস্থ হয়ে পড়ে যাই। এই ছবিগুলো গণমাধ্যম ভাইরাল হয়ে যায়। আমি ধারণা করছি সরকার বিরোধী রাজনীতিতে সক্রিয় অংশ গ্রহণ করায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আমাকে টার্গেট করে। এজন্য আমি আমার নিজ জেলা ফেনীতে গেলে আমার উপর হামলা চালানো হয় এবং আমার গাড়ি ভাংচুর করা হয়।

টিএইচ