সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পিজিসিবি’র নতুন চেয়ারম্যান হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক

পিজিসিবি’র নতুন চেয়ারম্যান হাবিবুর রহমান

বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) নির্বাহী প্রকোশলী সুমন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‍‍`পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান। 

তিনি পূর্ব থেকেই পিজিসিবি’র পরিচালক পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। হাবিবুর রহমান পূর্ববর্তী চেয়ারম্যান ড. আহমদ কায়কাউসের স্থলাভিষিক্ত হলেন।

শনিবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত পিজিসিবি’র ৫৬৩/২০২৩ নম্বর বোর্ড সভায় কোম্পানির পরিচালকবৃন্দ সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমানকে চেয়ারম্যান নির্বাচিত করেন। পরিচালক পর্ষদের পক্ষ থেকে নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।

টিএইচ