বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
উপজেলা নির্বাচন

প্রথম ৪ ঘণ্টায় ২০ শতাংশের কম ভোট পড়েছে : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রথম ৪ ঘণ্টায় ২০ শতাংশের কম ভোট পড়েছে : ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আজ দুপুর পর্যন্ত প্রথম ৪ ঘণ্টায় ২০ শতাংশের কম ভোট পড়েছে।

বুধবার (২৯ মে) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নেটওয়ার্ক জটিলতায় সকালে থেকে অ্যাপসে কোন তথ্য পাওয়া যায়নি। ফলে সরজমিন তথ্যের মাধ্যমে এই তথ্য জানা গেছে।

ইসি সচিব বলেন, পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী ১০৯টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রিমালের কারণে ২২টি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরবর্তীতে ৮৭টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়। যার ভোট কেন্দ্রের সংখ্যা আট হাজার ৪৫০টি। মোবাইল নেটওয়ার্ক সমস্যা থাকায় ভোট কত শতাংশ পড়েছে তার পূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে না। তবে ম্যানুয়ালি আমরা তথ্য সংগ্রহ করেছি সেখানে ২০ শতাংশের কম ভোট পড়েছে।

তিনি বলেন, ভোটে অনিয়ম থাকায় চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। অপরদিকে বগুড়া সদর উপজেলায় প্রতীক নিয়ে ত্রুটি থাকায় ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, ফেনী উপজেলা নির্বাচনে প্রিজাইডিং অফিসার ভোটে অনিয়ম করায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য বড় ধরনের কোন ঘটনা ঘটেনি।

উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ১ হাজার ১৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে ৩৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন।

টিএইচ