রোজার ঈদকে টার্গেট করে কদিন আগেই ৭৫ লাখ টাকার মালামাল গোডাউনে মজুত করেছিলেন এক ব্যবসায়ী। বঙ্গবাজারের ভয়াবহ আগুনে তার সাতটি দোকান ও গোডাউনের প্রায় দুই কোটি টাকার কাপড় পুড়ে গেছে। সব হারিয়ে বঙ্গবাজারের মার্কেটের সামনেই আহাজারি করছিলেন ওই ব্যবসায়ী।
বিলাপ করতে করতে তিনি বলেন, ‘ও ভাই, কিছু নাই, সব পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে গোডাউনে ৭৫ লাখ টাকার মাল ওঠানো হয়েছে। আমার দুই কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। গোডাউন, দোকান সব শেষ।’
ওই ব্যবসায়ী জানান, বঙ্গবাজারে তাদের গোডাউন ও সাতটি দোকান রয়েছে। নাম হাসান গার্মেন্টস। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ভাইয়ের নাম সাফায়েত। আমার ভাইরে তো খুঁজে পাচ্ছি না। ও সাফায়েত তুই কই রে ভাই?’
সবুজ নামের এক ব্যবসায়ী জানান, ‘ঈদ উপলক্ষ্য ২০ লাখ টাকার নতুন কাপড় দোকানে তুলি। মুহূর্তেই সব পুড়ে গেছে। কিছুই বের করতে পারি নাই। সব মিলে প্রায় ৫০ লাখ টাকার কাপড় পুড়ে গেছে।’
মোহাম্মদ বেল্লাল হোসেন, তিনি ইনসাফ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি বলেন, ‘আমার দোকানে ১০ লাখ টাকার মালামাল ছিল। কিছুই বের করতে পারি নাই।’
কান্না জড়িত কণ্ঠে শাড়ি ব্যবসায়ী আবুল হোসেন বলেন, ‘আমার দোকানে দেড় কোটি টাকার মাল ছিল। কিছুই বের করতে পারি নাই। সব পুড়ে ছাই হয়ে গেছে।’
মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে পাশের ভবন এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। এছাড়া বঙ্গবাজারের সামনের রাস্তায়ও ছড়িয়ে পড়েছে। আগুনে বঙ্গবাজারে টিনশেড মার্কেটটি পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনা ও বিমান বাহিনীর অন্তত ৫০টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
টিএইচ