বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, তৃতীয় ঢাকা

নিজস্ব প্রতিবেদক

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, তৃতীয় ঢাকা

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানীর নয়াদিল্লি। তবে দূষণ মাত্রার দিক থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়।

আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯টা ১২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ৩০৩ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর হচ্ছে ২৭৭ অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।

সূচকের তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। রাজধানী ঢাকার স্কোর হচ্ছে ২৩৭ অর্থাৎ এখানকার বায়ুর মান আজ খুবই অস্বাস্থ্যকর।

গবেষণা বলছে, বৈশ্বিক বায়ুদূষণের হটস্পট হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া। বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত চারটি দেশ এবং দূষণের শীর্ষে থাকা ১০ শহরের মধ্যে নয়টির অবস্থানই এ অঞ্চলে।

টিএইচ