সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বুধবার রাজধানীর যেসব এলাকায় থাকবে না গ্যাস

নিজস্ব প্রতিবেদক

বুধবার রাজধানীর যেসব এলাকায় থাকবে না গ্যাস

রাজধানীর কিছু এলাকায় পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য বুধবার (৮ ফেব্রুয়ারি) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা রাজধানীর মিরপুরের পূর্ব পল্লবী, সেতারা কনভেনশন সেন্টার ও আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। চাপ কম থাকতে পারে আশপাশের এলাকাতেও।

এদিকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত পুরো নরসিংদী এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। পাশ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, রাজধানীর পূর্ব পল্লবী, সেতারা কনভেনশন সেন্টার ও আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসের চাপ কম থাকতে পারে আশপাশের এলাকাতেও।

মঙ্গলবার তিতাসের আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

টিএইচ