সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বেঁচে আছে মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া সেই শিশুটি

নিজস্ব প্রতিবেদক

বেঁচে আছে মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া সেই শিশুটি

রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নয় মাসের শিশু হোসেনও আহত হয়। তাকে পা ধরে টেনে তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় আহত হোসেনের পা ধরে টেনে তোলেন একজন।

টেনে তোলার পর আশপাশের মহিলারা হোসেনকে বাসায় নিয়ে রসুনের তেল মাখায়। পরে যখন তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল তখন তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।

শিশুটিকে উদ্ধারকারী তৃতীয় লিঙ্গের বৃষ্টি ও আমেনা। তারা বলেন, শিশুটি পানিতে ভাসছিল, দেখতে পেয়ে পা ধরে উঠাই।

পরে আশপাশের মহিলারা তাকে বাসায় নিয়ে রসুনের তেল মাখায়, পরে যখন তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল তখন তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।

তারা আরো জানান, চিকিৎকরা শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি দেন। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে সকালে তাকে ছেড়ে দেন কর্তব্যরত চিকিৎসকরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিশু হোসেন সুস্থ আছে। চিকিৎসকরা আজ সকালে তাকে রিলিজি দিলে পরিবার তাকে বাসায় নিয়ে যায়।

টিএইচ