বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ভবিষ্যতে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়বে: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক

ভবিষ্যতে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়বে: ডেপুটি স্পিকার

নারী ক্ষমতায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানাবিধ কাজ করে গেছেন। স্বাধীনতার পরপরই তিনি সংসদে সংরক্ষিত নারী আসন প্রণয়ন করছিলেন। এখন সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে, যার সংখ্যা ভবিষ্যতে ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

শনিবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাব কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

শামসুল হক টুকু বলেন, ছেলে-মেয়ে উভয়ই যেন শিক্ষিত হয়ে উঠে যে জন্য যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষা কমিশন গঠন করেছিলেন। কারণ বঙ্গবন্ধু একটি সমৃদ্ধ জাতি তৈরি করতে চেয়েছিলেন।

তিনি বলেন, ৭৫ এর পর শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, তখন একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত নারীদের এগিয়ে নিয়ে যাওয়া এবং নেতৃত্ব প্রদানের কাজ করেছেন। এছাড়া শিক্ষানীতি প্রণয়ন করতে গিয়ে স্বাধীনতাবিরোধী চক্ররা যখন তৎপর হয়ে ওঠে, তখন সরকারের জন্য তা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই চ্যালেঞ্জ শুধু সরকারকেই নয়, অভিভাবকদেরও মোকাবিলা করতে এগিয়ে আসতে হবে।

সভায় উপস্থিত ছিলেন, হুইপ সানজিদা খানম, ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর গোয়েন লুইস, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।

টিএইচ