সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মালয়েশিয়ার পর্যটন মেলায় বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ার পর্যটন মেলায় বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৪ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন ও সংস্কৃতি মেলায় স্থান পেয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি।

মালয়েশিয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গত ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ সম্মেলনে অংশ নেয় বাংলাদেশসহ ২০টিরও বেশি দেশ।

সম্মেলনের শেষ বাংলাদেশসহ ছয়টি দেশ তাদের দেশীয় সাংস্কৃতিক প্রদর্শনী উপস্থাপন করে।

রোববার মেলার শেষ দিনে প্রবাসী বাংলাদেশিদের একটি দল বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরে।

পরিবেশনায় বাংলাদেশের ঐতিহ্য, ঋতুবৈচিত্র ও বিভিন্ন উৎসব তুলে ধরা হয়। মেলায় আগত বিপুলসংখ্যক বিদেশি অতিথিবৃন্দ ও দর্শনার্থী এই ১৫ মিনিট ব্যাপী এই মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন এবং এই উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।

এ সময় বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রনব কুমার ভট্টাচার্য্য, কাউন্সিলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধুরী, প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ এবং প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

টিএইচ