বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মালয়েশিয়ায় বাংলাদেশির স্মরণসভায় মানুষের ঢল

আশরাফুল মামুন, মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশির স্মরণসভায় মানুষের ঢল

মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ মো. শহিদুল ইসলাম বাবুলের পিতা সাবেক সেনা কর্মকর্তা মরহুম আবদুল গফুরের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানী কুয়ালালামপুরের জালান ব্লাংকাস কাম্পুং পানডান এলাকার মাদ্রাসা তামান মালুরি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মালয়েশিয়ান ও বাংলাদেশ কমিউনিটির সহস্রাধিক লোকজনসহ এতিমখানার হাফেজ ও ওস্তাজের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে মিলন মেলায় পরিণত হয়।

এসময় উপস্থিত ছিলেন, দেশটির বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ মাদ্রাসা কমিটির সভাপতি মোহাম্মদ জুলকিফলি বিন কাতমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমরিন বিন আ. রাহিম,  দাতু জাহিদ, দাতু জিমি, দাতু শাহাবুদ্দিন, দাতু শামসুদ্দিন প্রমুখ।

এসময় মালয়েশিয়ার এতিম খানার হাফেজ শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিশেষ উপহার ও খাবার বিতরণ করা হয়।

স্মরণ সভায় সংক্ষিপ্ত আলোচনা শেষে মরহুম আবদুল গফুরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও  বিশেষ মোনাজাত পরিচালনা করেন-  মাওলানা উস্তাজ মোহাম্মদ আজমাল বিন মোহাম্মদ খাইরী। স্মরণসভা ও দোয়া মোনাজাত শেষে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় মালয়েশিয়ানদের মাঝে খাবার বিতরণ করা হয়।

টিএইচ