শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

মিয়ানমারের আরপিজি গ্রেনেড পড়ল বাংলাদেশের ঘুমধুম সিমান্তে

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

মিয়ানমারের আরপিজি গ্রেনেড পড়ল বাংলাদেশের ঘুমধুম সিমান্তে

এবার বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজলোর ঘুমধুম সীমান্তে এসে পড়েছে আরপিজি অ্যান্টি ট্যাংক গ্রেনেড। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের পেছনে গ্রেনেডটি এসে পড়ে। স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেন, ‘গ্রেনেড এসে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। কারণ গতকাল মর্টারশেল পড়ে দুইজন মারা গেছেন। আমরা খুবই ভয়ে আছি।’

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর ১১৫ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। প্রবেশের জন্য অপেক্ষায় আছে আরও ১১৪ জন। এ নিয়ে বাংলাদেশে মোট আশ্রয় নিয়েছেন বিজিপির ২২৯ জন সদস্য।

টিএইচ