সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

যাত্রাবাড়ীতে অফিসকক্ষে কিশোরীসহ ২ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

যাত্রাবাড়ীতে অফিসকক্ষে কিশোরীসহ ২ জনের লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় একটি কক্ষ থেকে কিশোরীসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে কোনাপাড়া এলাকায় বন্ধন এন্টরপ্রাইজ নামে একটি অফিসের কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, নিহত যুবকের নাম আব্দুর রহিম। তবে নিহত কিশোরী ও হাসপাতালে চিকিৎসাধীন আরেক যুবকের পরিচয় এখনও জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মধুসূদন দাস বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সেখানে এক কিশোরী ও দুই যুবককে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর যুবক চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে মদ-বিয়ার পানের আলামত পাওয়া গেছে। অতিরিক্ত মদপান বা বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

টিএইচ