রমজান উপলক্ষে আগামী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেবে সরকার। রোববার (১৮ ফেব্রুয়ারি) এ কথা বলেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।
আহসানুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে শিগগিরির বৈঠক করে চিনি, খেজুরসহ অন্যান্য পণ্যের দামও নির্ধারণ করা হবে। চলতি সপ্তাহেই ভারত থেকে পিঁয়াজ এবং চিনি আসার সম্ভাবনা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, পণ্য পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নিত্যপণ্য পরিবহনে প্রয়োজনে ট্রাকের ভাড়া নির্ধারণ করে দেয়া হবে।
তিনি বলেন, নির্ধারিত পণ্যের বেশি দাম নেয়া হলে পণ্য মূল্য নিয়ে যেকোনো মানুষ অভিযোগ জানাতে পারবে। এজন্য আগামী এক সপ্তাহের মধ্যে ৩৩৩ নাম্বারে ফোন করে অভিযোগ জানানোর ব্যবস্থা চালু হতে যাচ্ছে।
টিএইচ