বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর মগবাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তমিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ওই নারী রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। কমলাপুরগামী একটি ট্রেন চলে যাওয়ার পর ওই নারী রেললাইন পার হচ্ছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন চলে আসে। সেই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন তিনি।

এসআই জানান, ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশ তদন্ত করছে। নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

টিএইচ