বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাজধানীতে বিআরটিসি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বিআরটিসি বাসে আগুন

রাজধানী ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায় একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আগুন দেওয়া হয় বাসটিতে। অগ্রণী ব্যাংকের স্টাফদের পরিবহনের জন্য বাসটি ব্যবহার করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি অগ্নিনির্বাপণ ইউনিট পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থলে যায়। তার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

টিএইচ