শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

রাজধানীর মিরপুরে চালের বাজারে অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে চালের বাজারে অভিযান

রাজধানীর মিরপুরে চালের বাজারে অভিযান চালাচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের তদারকি টিম। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় মিরপুর ১ নাম্বারে শাহ আলী বাজারে এ অভিযান শুরু হয়।

অভিযানে শাকিল রাইস এজেন্সি, চিশতিয়া রাইস এজেন্সি, সততা রাইস এজেন্সিসসহ বেশ কিছু দোকানে অভিযান চালায় তদারকি টিম। এসময় স্টক রেজিস্ট্রার চাওয়া হয় ব্যবসায়ীদের কাছ থেকে। তবে তা দেখাতে পারেননি মালিক ও কর্মচারীরা। এছাড়া ক্রয় রশিদও দেখাতে পারেননি অনেকে।

মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আক্তার বলেন, আইনে আছে পাইকারি দোকানদাররা ৩০০ মেট্রিক টন চাল ৩০ দিন রাখতে পারবেন। কিন্তু আপনার দোকানে কতটুকু চাল আছে, সেটা কতদিন ধরে আছে সেটা আমরা কীভাবে বুঝবো। আপনারা তো স্টক রেজিস্ট্রার রাখেন না।

চিশতিয়া রাইস এজেন্সির স্বত্ত্বাধিকারী নুরুল ইসলাম বলেন, আমার দোকান ছোট, কোনো রেজিস্ট্রার্ড মেইনটেইন করি নাই। তবে ২০০ বস্তার বেশি নাই।

আরেক ব্যবসায়ী কিবরিয়া জানান, রেজিস্ট্রার্ড করে রাখার বিষয়টি তিনি জানেন না।

এসময় ব্যবসায়ীরা অভিযোগ করেন বড় কোম্পানিগুলো চাল স্টক করে রেখেছে। তারা পণ্য দিচ্ছে না। বিভিন্ন গ্রুপ ও কোম্পানিগুলো চালের দাম বাড়াচ্ছে।

এ প্রসঙ্গে উপসচিব মর্জিনা আক্তার বলেন, খাদ্য ব্যবসার সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকটা জায়গায় অভিযান চলছে। যেখানে অনিয়ম দেখা যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।

ভোটের পর থেকে দেশে চালের বাজার উত্তপ্ত। কেজিপ্রতি ৬ টাকা পর্যন্ত বেড়েছে। যদিও গত মাসে রেকর্ড পরিমাণে আমন ধান উৎপাদন হয়েছে, তাতে বাজারে সরবরাহেও কোনো টান নেই। তারপরও উৎপাদন এলাকা থেকে রাজধানী সব জায়গায় বেড়েছে চালের দাম।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) তথ্য বলছে, এক মাসের ব্যবধানে সরু চালের দাম ৫ দশমিক ৩৮, মাঝারি চাল প্রায় ৩ এবং মোট চালের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে।

টিএইচ