বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
ইইউ প্রতিনিধি দলকে সিইসি

রাজনৈতিক দলগুলো এখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দলগুলো এখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি

যথাসময়ে দ্বাদশ জাতীয় নির্বাচন হবে, তবে রাজনৈতিক দলগুলো এখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি বলে ইইউ প্রতিনিধি দলকে  জানিয়েছেন সিইসি।

বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের বৈঠকে সিইসি এ কথা বলেন।

এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর ও নির্বাচন কমিশনার আনিছুর রহমান উপস্থিত রয়েছেন। তবে নির্বাচন কমিশনার আহসান হাবিব ও রাশেদা সুলতানা বৈঠকে অংশ নেননি। এছাড়া ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। আর ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন।

টিএইচ