সোমবার, ০৩ মার্চ, ২০২৫
ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১
The Daily Post

শপথ নিলেন পিএসসির নতুন ৭ সদস্য

নিজস্ব প্রতিবেদক

শপথ নিলেন পিএসসির নতুন ৭ সদস্য

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সদ্য নিয়োগ পাওয়া ৭জন সদস্য শপথ গ্রহণ করেছেন। রোববার (২ মার্চ) সকালে জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ নেয়া সদস্যরা হলেন, অধ্যাপক ড. মো. শরীফ হেসেন, অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ডা. এ টি এম ফরিদ উদ্দীন, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম, মো. মুনির হোসেন, অধ্যাপক ড. শাহনাজ সরকার এবং সাব্বির আহমদ চৌধুরী।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ নম্বর অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন। নতুন সদস্যরা দায়িত্ব নেয়ার তারিখ থেকে ৫ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া, এই দুটির মধ্যে যা আগে ঘটে সেইসময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

টিএইচ