বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানী ঢাকার বনানীর এক বাসা থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং লেখক, সাংবাদিক ও কলামিস্ট শাহরিয়ার কবিরের মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জুন) বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। এর আগে, বৃহস্পতিবার (৮ জুন) রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে শাহরিয়ার কবিরের মেয়ের লাশ উদ্ধার করা হয়।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বনানীর একটি বাসা থেকে শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। 

প্রাথমিকভাবে মনে হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

টিএইচ