বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সচিবালয়ের সামনে আনসারদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সচিবালয়ের সামনে আনসারদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

রাজধানীর সচিবালয়ের সামনে গত ২৫ আগস্ট রাতে আনসার সদস্যদের হামলায় আহত মো: শাহিন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: ফারুক।

চাকরি জাতীয়করণের দাবিতে গত ২৫ আগস্ট দিনভর সচিবালয় ঘেরাও করে রাখার পর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়েছিলেন আনসার সদস্যরা। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছিলেন।

মারা যাওয়া শাহিনের ছেলে হাসান আহমেদ রাজধানীর কবি নজরুল কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

তিনি জানান, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের কাজ করছিলেন, পরে রাতে শিক্ষার্থীদের সাথে সচিবালয়ের সামনে যান। তার বাবা রেন্ট-এ-কারে গাড়ি চালান। তিনি সচিবালয়ের সামনে আছেন জেনে তাকে নিতে তার বাবা সেখানে আসেন। এ সময়ে তার বাবা সংঘর্ষের মাঝে পড়েন। আনসারদের মারধরে তিনি আহত হন। সেদিন রাতে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। নয় দিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান।

টিএইচ