দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আসছেন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও সহযোগিতা আরো জোরদারই তার এ সফরের লক্ষ্য। বাংলাদেশ সফরের আগে তিনি গত বৃহস্পতিবার থেকে ভারত সফর করছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ‘ডোনাল্ড লু বাংলাদেশে জ্যেষ্ঠ কর্মকর্তা ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। শ্রম ও মানবাধিকারের প্রেক্ষাপটে তাদের ভাবনা শোনা, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারে আলোচনা ওই বৈঠকগুলোর উদ্দেশ্য।’
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু রোববার (১৫ জানুয়ারি) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করতে পারেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও তার আলোচনা হতে পারে। সফর শেষ রোববার রাতে তিনি ঢাকা ছাড়বেন।
এটি চলতি মাসে বাংলাদেশে মার্কিন প্রতিনিধিদলের দ্বিতীয় সফর। চার দিনের সফর শেষে গত মঙ্গলবার ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এলেইন লবাখ।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ডোনাল্ড লু জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম, মানবাধিকারসহ অগ্রাধিকারের বিভিন্ন বিষয়ে বৈঠক করতে ভারত সফর করেছেন। তিনি ভারত-যুক্তরাষ্ট্র ফোরামে অংশ নেন। এ ছাড়া জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার খাতে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে আরো সহযোগিতা করতে পারে সে বিষয়ে তিনি ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
টিএইচ