বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
সশস্ত্র বাহিনী দিবস

সেনাকুঞ্জে ড. ইউনূসের সঙ্গে কথা বললেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

সেনাকুঞ্জে ড. ইউনূসের সঙ্গে কথা বললেন খালেদা জিয়া

সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে পাশাপাশি বসেন তারা। এ সময় তাদের মধ্যে কথা বলতে দেখা গেছে। বৃহস্পতিবার বিকালে ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছান তারা।

এর আগে বিকাল সাড়ে ৩ টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দেন খালেদা জিয়া। এরপর ৩ টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছান তিনি।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সশস্ত্র বাহিনী দিবস আজ। ২১শে নভেম্বর স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে একটি মহান দিন। বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে ১৯৭১ সালের এই দিন থেকে। প্রতি বছরের মতো এবারো যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপিত হচ্ছে।

টিএইচ