বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সৌদিতে মাটিচাপায় দুই বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সৌদিতে মাটিচাপায় দুই বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে মাটিচাপায় দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদির রাজধানী রিয়াদে বলিবার্ডে একটি সাইটে কাজ করতে গিয়ে মাটিচাপা পরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে নাছির উদ্দীন ও কোম্পানিগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের মৃত তাহির আলীর ছেলে তেরা মিয়া।  

দুই প্রবাসী শ্রমিকের মরদেহ দেশে পাঠানোর জন্য বাংলাদেশি দূতাবাস ও সকল প্রবাসীদের সহযোগিতার চেয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা।

টিএইচ