রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

সৌদিতে মাটিচাপায় দুই বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সৌদিতে মাটিচাপায় দুই বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে মাটিচাপায় দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদির রাজধানী রিয়াদে বলিবার্ডে একটি সাইটে কাজ করতে গিয়ে মাটিচাপা পরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে নাছির উদ্দীন ও কোম্পানিগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের মৃত তাহির আলীর ছেলে তেরা মিয়া।  

দুই প্রবাসী শ্রমিকের মরদেহ দেশে পাঠানোর জন্য বাংলাদেশি দূতাবাস ও সকল প্রবাসীদের সহযোগিতার চেয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা।

টিএইচ