সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

হাইকোর্টের সামনে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্টের সামনে বাসে আগুন

রাজধানীর জাতীয় ঈদগাহ ও হাইকোর্টের সামনের সড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে বাসটি কদম ফোয়ারায় সামনে পৌঁছালে যাত্রীদের নামিয়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট তিনটা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ঘটনাস্থলে পুলিশ র‌্যাব অবস্থান করেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, হাইকোর্টের সামনে একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পাঠানো হয়েছে।

এদিকে আগুন লাগার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। যদিও কে বা কারা বাসে আগুন দিয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা।

টিএইচ