বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘হোটেল-রেস্তোরাঁয় অভিযান হয়তো একটু বাড়াবাড়ি’

নিজস্ব প্রতিবেদক

‘হোটেল-রেস্তোরাঁয় অভিযান হয়তো একটু বাড়াবাড়ি’

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে অবৈধ ও অনুমোদনহীন রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করছে একাধিক সংস্থা। আনসার, পুলিশ ও এলিট ফোর্স র‍্যাব বাহিনীও তাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট নিয়ে নিরাপদ খাদ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে সচেষ্ট। তাদের এ তৎপরতাকে একটু বাড়াবাড়ি মনে হয় হোটেল-রেস্তোরাঁ মালিকদের। 

আজ ৫ মার্চ সকাল ১১টায় রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এসময় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেছেন, এটা হয়তো একটু বাড়াবাড়ি। কেননা নিরাপদ খাদ্য বাস্তবায়নে সরকার একটি কর্তৃপক্ষই গঠন করেছেন। তাদেরকে কাজটি করতে দিতে হবে।  

সাম্প্রতিক সময়ে বেইলি রোডের অগ্নিকাণ্ডে রেস্তোরাঁ শিল্পের সংকটের উত্তরণের উপায় এবং আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা বজায় রেখে রেস্তোরাঁ ব্যবসা করা নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

টিএইচ