বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post
উপজেলা পরিষদ নির্বাচন

২৫ মার্চের মধ্যে কেন্দ্র তালিকা চূড়ান্তের নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চের মধ্যে কেন্দ্র তালিকা চূড়ান্তের নির্দেশ ইসির

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত করতে হবে আগামী ২৫ মার্চের মধ্যে। আজ মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব রৌশন আরা বেগম নির্দেশনাটি সব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

ইসি কর্তৃক পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আসন্ন বিধায় উক্ত নির্বাচনের জন্য জরুরি ভিত্তিতে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা প্রয়োজন। তাই ‘ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা’ অনুযায়ী ভোটকেন্দ্র স্থাপনের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দান করেছেন। এক্ষেত্রে আগামী ২৫ মার্চের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে ২৭ মার্চের মধ্যে নির্বাচন কমিশনে বিশেষ দূত মারফত পাঠাতে হবে।

খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করতে হবে ১৮ মার্চ, দাবি-আপত্তি গ্রহণের শেষ সময় ২১ মার্চ, দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ২৪ মার্চ।

প্রসঙ্গত, আগামী ৪, ১১, ১৮ ও ২৫ মে চার ধাপে দেশের ৪৮১টি উপজেলা পরিষদের ভোটগ্রহণ করবে ইসি। দেশে ৪৯৫টি উপজেলা রয়েছে। অবশিষ্টগুলোতে পরবর্তীতে ভোটগ্রহণ করা হবে।

টিএইচ