বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

আ.লীগকে নিষিদ্ধের কথা রিটে নেই : সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

আ.লীগকে নিষিদ্ধের কথা রিটে নেই : সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা রিটে নেই।

সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি বলেছেন, দুটি রিট করেছি। প্রথমটি আওয়ামী লীগের বিগত তিনটি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবেপ্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দিবে না সে বিষয়ে প্রথম রিট।

দ্বিতীয়- এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে সকল পলিটিকাল অ্যাকটিভিটি (রাজনৈতিক কার্যক্রম) থেকে বিরত রাখা হবে না সে বিষয়ে দ্বিতীয় রিট। দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই।

টিএইচ