বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১
The Daily Post

আইওসি সম্মেলন : মাস্কটে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

আইওসি সম্মেলন : মাস্কটে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক আজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রোববার (১৬ ফেব্রুয়ারি) ওমানের মাস্কাটে অনুষ্ঠেয় অষ্টম ভারত মহাসাগর সম্মেলনে (আইওসি) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। জানা গেছে, আইওসি সম্মেলনের এক ফাঁকে এই বৈঠকটি হবে।

জয়শঙ্কর ও তৌহিদের আলোচনায় অগ্রগতি হলে আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনে মোদি-ইউনূস বৈঠকের সম্ভাবনাও তৈরি হতে পারে।

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র বলছে, ভারতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য দেশে কিছুটা অস্থিতিশীলতা তৈরি করেছে। যার ফলে ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ও ভারতের দূতদের তলব-পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির প্রতিক্রিয়া ঢাকাকে ব্যতীত করেছে। দুই নিকট প্রতিবেশীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং অস্বস্তি দূর করার বিষ‌য়ে গুরুত্ব দে‌বে উভয়পক্ষ। শেখ হাসিনাকে থামানোর পাশাপাশি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা।  

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওমান সরকার যৌথভাবে আইওসি সম্মেলনের আয়োজন করছে এবং পরিচালনায় আছে ইন্ডিয়া ফাউন্ডেশন। এস জয়শঙ্কর এই সম্মেলন উদ্বোধন করবেন।

সম্মেলনে ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপালসহ ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশ নেওয়ার কথা রয়েছে। উপস্থিত থাকবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও।

চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার অংশ হিসেবে এই সম্মেলনে চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন যোগ দিচ্ছেন, যা ২০১৯ সালের পর প্রথমবারের মতো চীনের কোনো কর্মকর্তার অংশগ্রহণ। এছাড়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বিবিয়ান বালাকৃষ্ণান ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংও সম্মেলনে বক্তব্য দেবেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্যারিস ও ওয়াশিংটন সফর শেষ করে জয়শঙ্কর মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন, এরপর তিনি মাস্কাটে পৌঁছান।

এবারের ভারত মহাসাগর সম্মেলনে (আইওসি) সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে, যেখানে ৪৫টির বেশি দেশ ও আঞ্চলিক সংস্থার ২০০-এর বেশি প্রতিনিধি অংশ নেবেন।

টিএইচ